
নিজস্ব প্রতিবেদন ঃবাজিপটকা পরিবেশের অনেক ক্ষতি করছে।সব জানা সত্বেও আমরা বাজিপটকা ফাটিয়ে চলেছি।অর্থাৎ যাকে বলে জেনেশুনে বিষপান।আর অভিভাবকরা আনন্দে মেতে ওঠার জন্য বা সন্তানের আব্দার মেটাতে গিয়ে উৎসবের দিনগুলোয় বাজির শব্দে ডুব দেন।কিন্তু এই বাজির শব্দে ডুব দিয়ে অভিভাবকরা তাদের সন্তানের ভয়ানক ক্ষতি করছেন।বাজিপটকা অনেক শিশুর কানে শোনার ক্ষমতা কমিয়ে দিচ্ছে। বাজিপটকা এবং শব্দ দূষন নার্ভাস সিস্টেমের অনেক ক্ষতি করছে। শুধু তাই নয়,বাজিপটকার দূষন নাক ও গলার ক্ষতি করছে। ক্ষতি হচ্ছে ফুসফুসেরও। এরকম আরও অনেকরকম ক্ষতি আমাদের হচ্ছে শব্দ দূষনের জেরে।বিশিষ্ট ই এন টি বিশেষজ্ঞ তথা উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো এমন বেশ কিছু তথ্য মেলে ধরলেন। তাঁর কথায়,আমরা সচেতন না হলে আগামীদিনে নাক কান গলার বহু ক্ষতি এবং ভয়ানক সব রোগ আমাদের জন্য অপেক্ষা করছে
