শিলিগুড়ি ডেঙ্গুতে মৃত্যু দুজনের, শহরে শোক

নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো। একজন বিষ্ণুপদ সাহা,অপরজন নান্টু পাল। দু-জনের মৃত্যুতে শোকের ছায়া তৈরি হয়েছে এলাকায়।
কালি পূজার রাত থেকে জ্বরে আক্রান্ত হন শিলিগুড়ি ডাবগ্রাম নিবাসী বিষ্ণু সাহা।বিষ্ণুবাবু চাপা প্রকৃতির ছিলেন তাই জ্বরের খবর কাওকে জানাননি।পরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষে বিষয়টি জানাজানি হতেই তাকে কলেজপাড়ার একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হতে থাকায় তাকে হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানে ডাঃ শেখর চক্রবর্তীর তত্ত্বাবধানে । ডেঙ্গু হওয়ার কারনে রক্তের প্লেট লেট ২০ হাজারের নীচে নামার পাশাপাশি শরীরের অন‍্যান‍্য যন্ত্রাংশ বিকল হতে থাকে তার।রবিবার রাতে ডাক্তার আর কোন আশার আলো দেখাতে পারেননি।সোমবার সকাল ৯টা৪০ মিনিট নাগাদ বিষ্ণুবাবুকে মৃত বলা ঘোষণা করা হয় ।বিষ্ণু সাহা ২৩ নম্বর ওর্য়াডের প্রয়াত পুর কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র পালের ছায়া সঙ্গী ছিলেন ।বিষ্ণুবাবু ২৩ নম্বর ওর্য়াডের জাগরণী সংঘ ক্লাবের সভাপতি ছিলেন। তাছাড়া মাষ্টার প্রীতনাথ মেমোরিয়াল হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতিও ছিলেন। তার বাইরে আরও একাধিক সংগঠনের পদে আসিন ছিলেন তিনি।তাঁর এভাবে চলে যাওয়াতে শহরে সকল স্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব তাঁর শোকবার্তায় বলেছেন, বিষ্ণুকে তিনি কলেজের ছাত্র রাজনীতি থেকে চিনতেন।খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন।আজ বিষ্ণু চলে যাওয়াতে দলের ক্ষতির সঙ্গে সঙ্গে দল একজন ভালো মানুষকে হারালো।
অপরদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৩৯ বছর বয়সী নান্টু পালের।যদিওকিডনির অসুখ ছিল তার ।তিনিও শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার সকালে তিনি মারা যান শিলিগুড়ি কলেজ পাড়ার একটি নার্সিংহোমে । বেসরকারি সংস্থার কর্মী ছিলেন তিনি। কয়েকদিন ধরে জ্বর ভুগছিলেন ।