শিলিগুড়ি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পথে নামছে নির্মল সাথী

নিজস্ব প্রতিবেদন ঃসাধারণ মানুষকে আবর্জনা নিয়ে সচেতন করতে এবং সঠিক জায়গায় ফেলার আবেদন নিয়ে বৃহস্পতিবার থেকেই শহরের পথে নামছে নির্মল সাথী। শহরের বহু মহিলা যুক্ত রয়েছেন নির্মল সাথীর সঙ্গে। পুরসভার জঞ্জাল সাফাই বিভাগের অধীনে কাজ করবে এই নির্মল সাথী। বুধবার শিলিগুড়ি বাঘাযতিন পার্কের রবীন্দ্র মঞ্চে প্রায় ১২৪ জন নির্মল সাথীকে প্রশিক্ষণের পাশাপাশি টুপি ও পোশাক হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুর কমিশনার শোনম ওয়াংদি ভুটিয়া, বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ দুলাল দত্ত, শোভা সুব্বা, রাজেশ প্রসাদ সহ বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন।