
নিজস্ব প্রতিবেদন ঃশিলিগুড়ি শান্তিনগর নিবাসী রং মিস্ত্রী নিমাই মন্ডল গুরুতর অসুস্থ অবস্থায় এখন বিছানায় শয্যাশায়ী।তিন মাস ধরে তিনি অসুস্থ। ব্যথা রয়েছে কোমড়ে।উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসকরা তাঁকে চিকিৎসার জন্য এস এস কে এমে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার মতো আর্থিক ক্ষমতাও নেই এই অসহায় দরিদ্র পরিবারের। নিমাইবাবু মেয়ের বিয়ের জন্য যেসব সোনা গহনা জমিয়েছিলেন তা বিক্রি করে এখন সর্বস্বান্ত।এক লক্ষ টাকার ওপর খরচ করে আজ তিনি বড্ড অসহায়।এক পুত্র, এক কন্যা ও স্ত্রী রয়েছে নিমাইবাবুর।তিনি ও তাঁর পরিবার এখন সব মানুষের সহায়তা চাইছেন। গোটা পরিবার এখন দিশেহারা। সাহায্য করার জন্য যোগাযোগ নম্বর 7047742304
