
নিজস্ব প্রতিবেদন ঃ যাঁরা সুরা পান করেন তাঁরা সুরার নেশায় ডুব দেন। পেটের দায়ে ফরেন লিকার অফশপে কাজ করেন বিশাল।সুরার নেশায় ডুব দিতে অভ্যস্তরা বিশালের কাছে প্রায়ই সুরার বোতল কিনতে আসেন। সে নেশার বোতল বিক্রি করার ইচ্ছে মন থেকে মেনে না নিলেও বিশাল অন্য নেশায় ডুব দেন প্রতিদিন। সুরার বোতল বিক্রির মধ্যেই তাঁর মনে অন্য সুর কাজ করে। সে সুর হলো অভিনয়ের নেশা।নিজেই বিশাল কখনো বাবা,কখনো পুত্র আবার কখনো স্ত্রী, নিজেই চরিত্র তৈরি করেন,নিজেই গল্পের প্লট তৈরি করে অভিনয় করেন। আবার নিজেই সেসব এডিট করে ইউটিউব ফেসবুকে পোস্ট করে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন।আর এই কাজের জন্য কোনো প্রশিক্ষণ নিতে হয়নি তাঁর। নিজের ভেতর থেকেই সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর মনে গল্প আসছে,আর সেই সব গল্পের ভাবনাকে রুপ দিতে নিজেই অভিনয়ের নেশায় ডুব দিচ্ছেন। তারপর এডিটিংও নিজের হাতে। সবমিলিয়ে শিলিগুড়ি এনজেপি শহিদ কলোনির বিশাল দাস অন্যরকম প্রতিভা হিসাবে চিহ্নিত হয়েছেন।তাঁর স্ত্রী পূজা দাস তাঁকে উৎসাহিত করছেন সবসময়।
