
নিজস্ব প্রতিবেদন ঃবিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে উত্তরবঙ্গ পৌষ মেলা অনুষ্ঠিত হয়নি। কিন্তু এবার করোনার সেই পরিস্থিতি নেই। তাই এবারে উত্তরবঙ্গ পৌষ মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ ডিসেম্বর থেকে।সেই মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আগরওয়ালা শনিবার ওই খবর জানিয়েছেন। এদিন শিলিগুড়ি জাতীয় যুব সংঘের হল ঘরে উত্তরবঙ্গ পৌষ মেলার তরফে এক বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী উপস্থিত ছিলেন। তাছাড়া পরিবেশপ্রমী,শিক্ষক সহ আরও অনেক বিশেষ ব্যক্তি উপস্থিত ছিলেন। মেলা কমিটির তরফে সভাপতি জীবন দে,সম্পাদক শঙ্কর হাজরা,আহ্বায়ক দেবাশীষ ঘোষ,কোষাধ্যক্ষ নিরঞ্জন আগরওয়ালা সহ অনিল ঘটক এবং আরও অনেকে সেখানে বক্তব্য রাখেন। প্রখ্যাত পরিবেশবিদ অনিমেষ বসু সেখানে সকলকে পরিবেশ এবং ডেঙ্গু সম্পর্কে সচেতন করেন। সেখানে জ্যোৎস্নাদেবী জানান,মেলায় এবারও ফুটে উঠবে স্থানীয় লোক সংস্কৃতি। বিভিন্ন নৃত্য ও সঙ্গীত শিল্পী তাতে অংশ নেবেন।মেলা থেকে সংগৃহীত অর্থ দিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করেন জ্যোৎস্নাদেবীরা।তাছাড়া মহানন্দা নদী বাঁচাতেও এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।এবার মেলা ২৩ ডিসেম্বর থেকে ২ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে
