নিপীড়িতা মহিলাদের জন্য শিলিগুড়িতে নবদিশা

নিজস্ব প্রতিবেদন ঃ মহিলাদের নানান কষ্ট। হঠাৎ নিপীড়িতা হয়ে রাস্তায় পড়ে থাকলেও বিপদ। সেখানেও আবার নিপীড়িনের ওপর নিপীড়ন। শিলিগুড়ি শহরে এইসব নিপীড়িত মহিলাদের উদ্ধার করার পর তাদের আশ্রয় দেওয়া এক বড় সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। সেই দিক চিন্তা করে
দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবী পাড়ায় মহিলাদের জন্য স্বল্পমেয়াদী আস্তানা বা হোম নবদিশার উদ্বোধন হলো সোমবার। নানান কারনে অসুবিধায় পড়া বা অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া এবং নিপীড়িতা ১৮ বছরের বেশি বয়স্ক মহিলাদের জন্য ‘নবদিশা’ -র শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান হয় সোমবার। সেখানে সমাজসেবী আইনজীবী অমিত সরকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।