
নিজস্ব প্রতিবেদন ঃসোমবার সন্ধ্যায় উদ্বোধন হলো কোচবিহারের ঐতিহ্যবাহী রাস উৎসব।এই রাস উৎসব রাজ আমল থেকে হয়ে আসছে । ১৮৯০ সালে কোচবিহারের মদনমোহন মন্দির স্থাপিত হয়।তারপর থেকে এই রাস উৎসব হচ্ছ। এই রাস উৎসব শুরুর দিকে একটা সময় কোচবিহারের মহারাজা নিজেই পুজোয় অংশগ্রহণ করে কোচবিহারবাসীর মঙ্গল কামনা করতেন। কোচবিহারের জেলাশাসক এখন এই রাস উৎসবের উদ্বোধন করেন। কোচবিহারবাসীর মঙ্গল কামনা করে রাস উৎসবের পুজোয় অংশগ্রহণ করেন জেলা শাসক । কোচবিহারের মহারাজাদের ধর্মনিরপেক্ষতার এক প্রকৃষ্ট উদাহরণ বান নিদর্শন হলো এই রাস উৎসব। আরও বিশেষ ঐতিহাসিক দিক হলো। রাজ আমল থেকে এই রাস উৎসবের রাস চক্র তৈরি করে আসছে এক মুসলিম পরিবার। বংশপরম্পরায় আলতাফ মিয়ার পরিবার এই রাস উৎসবের রাসচক্র তৈরি করে। অতীতে আলতাফ মিয়ার বাবা , ঠাকুরদা এই রাস চক্র তৈরি করতেন। বর্তমানে আলতাফ মিয়া এই রাস চক্র তৈরি করেন। লক্ষ্মী পূজার পর থেকে পালা করে প্রতিনিয়ত নিরামিষ ভোজনের সঙ্গে তিনি এই রাস চক্র তৈরির কাজ শুরু করেন। রাস পূর্ণিমার দিন তিনি মদনমোহন মন্দিরে এই রাস চক্র স্থাপন করেন। আর এই রাস চক্র ঘুরিয়ে শুরু হয় রাস উৎসব।
