মাদকের নেশা বহু শিশু কিশোরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদন ঃমাদকের নেশা বহু শিশু কিশোরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই শিশু কিশোরদের মাদকের নেশা থেকে সবাই মিলে বের করে নিয়ে আসতে হবে। শিশু দিবসে এই বার্তাই দেওয়া হলো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগান এলাকায়। এর পাশাপাশি শিশু পাচার নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানও হয় সেখানে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালি সামন্ত এই অনুষ্ঠানের জন্য বিশেষ উদ্যোগ নেন।সিনি এবং চাইল্ড লাইন সেই অনুষ্ঠানের মূল আয়োজক।রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স তথা ব্যতিক্রমী সমাজসেবী সোনালী সামন্ত জানিয়েছেন,চা বাগানের শিশুদের এদিন তাঁরা বিভিন্ন বিষয়ে সচেতন করেছেন। এরমধ্যে মাদকের নেশার ভয়াবহ কুফল থেকে শুরু করে শিশু পাচার, বাল্য বিবাহ প্রভৃতি বিষয়েও অবহিত করেছেন