মহিলা টোটো চালকদের রক্তদান

নিজস্ব প্রতিবেদন ঃ সমাজসেবার ক্ষেত্রে শিলিগুড়ি ও তার আশপাশে ব্যতিক্রমী নজির তৈরি করেছেন টোটো চালক মুনমুন সরকার। বিভিন্ন স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হলে মুনমুনদেবী সেখানে বরাবরই এগিয়ে যান।শনিবার মুনমুনদেবী সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে শিলিগুড়ি জলপাইমোড় ট্রাফিক পুলিশ গার্ডের রক্ত দান শিবিরে সহায়তার হাত বাড়িয়ে দেন। মুনমুনদেবীর উদ্যোগে এদিন বেশ কয়েকজন মহিলা টোটো চালক রক্ত দান করেন। জলপাইমোড় ট্রাফিক পুলিশ গার্ডের তরফে মুনমুনদেবীর এই প্রয়াসের তারিফ করা হয়।