
নিজস্ব প্রতিবেদন ঃ আলিপুরদুয়ারের গ্রামে বাড়ি স্বপন কুমার রায়ের। অত্যন্ত গরিব স্বপন রায়ের কন্যা সন্তান কম ওজন নিয়ে জন্মগ্রহন করেছে। শুরু হয়েছে চোখে লেজার ট্রিটমেন্ট। কিন্তু স্বপন রায়ের শিশু কন্যার একটি চোখের মধ্যে সত্বর শল্য চিকিৎসা প্রয়োজন।অতি সত্বর সেই চোখের অপারেশন না করা হলে সেই শিশু কন্যা চিরতরে একটি চোখের দৃষ্টি শক্তি হারাতে হবে। কিন্তু সেই অপারেশন কলকাতাতেই সম্ভব। কিন্তু কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করা অত্যন্ত কষ্ট সাধ্য স্বপন রায়ের পক্ষে।কেননা তার টাকা নেই। তাই স্বপন রায় সকলের সাহায্য চান।এই শিশুর একটি চোখের অন্ধত্ব প্রতিরোধে সকলের সাহায্য প্রয়োজন। সেই শিশু কন্যার অপর একটি চোখের অন্ধত্ব প্রতিরোধ করতে লেজার ট্রিটমেন্ট শুরু করেছেন ডাঃ সঙ্গীতা গোস্বামী। কিন্তু দেরি হওয়ার কারনে একটি চোখে অপারেশন ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই বলে ডাক্তার শ্রীমতি গোস্বামী জানিয়েছেন।
🛑যোগাযোগের নম্বর ঃ 8172005728
🛑Bank Details ঃ
UTTARBANGA KSHATRIYA GRAMIN BANK,
BABURHAT BRANCH, PANCHKOLGURI,ALIPURDUAR
ANAMIKA ROY
A/C NO. 4000611030077669
IFSC code : CBINOR40012
