
নিজস্ব প্রতিবেদন ঃ কোচবিহার রাস মেলায় ডেঙ্গু নিয়ে প্রচার চালানো হলো।
সকলের হাতে একটি করে রিপ্লে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে সকলকে বোঝানো হয় যে শোয়ার সময় অবশ্যই মশারি ব্যবহার করার জন্য। বাড়ির পাশে, টায়ার বালতি নারকেলের ডাবে জল জমিয়ে না রাখার পরামর্শও দেওয়া হয়। রাস মেলা ও মদনমোহন মন্দির এর ভিতরে এই প্রচার চলে।ডেঙ্গুর বিরুদ্ধে এই সচেতনতার প্রচারে উপস্থিত ছিলেন বিপ্লব দাস সমীর রাউত শঙ্কর রায় পিংকু সোম প্রমুখ
