
নিজস্ব প্রতিবেদন ঃ দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে শিলিগুড়ির নবদিশা হোমে মেডিসিন গেমস ও স্পোর্টস থেরাপি রবিবার থেকে শুরুহলো। মনোবিকাশ ও শারীরিক বিকাশ ক্লাসের সঙ্গে সংগীত ও ওম থেরাপি শুরু হয়েছে। সেখানে . উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অমিত সরকার, প্রশিক্ষক দেবকুমার দে ও সুস্বেতা বোস।সভাপতি অমিত সরকার জানিয়েছেন সপ্তাহে দুদিন থেরাপির ক্লাস চলবে।
