অসহায় মহিলাদের জন্য স্কুল

নিজস্ব প্রতিবেদন ঃ পড়াশোনার জন্য বয়সের দরকার হয় না। চাই মনের ইচ্ছা। তাই শিলিগুড়ি এন্ড স্মাইল সোশাল ওয়েলফেয়ার সোসাইটি অসহায় মহিলাদের নিয়ে শুরু করেছে স্কুল। ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার জন্য ওই কর্মসূচি।এখনো অনেক মহিলা আছেন যারা নিজেদের নামটাও লিখতে বা পড়তে জানেন না। বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। এরকম ২০জন মহিলাকে নিয়ে শুরু হয়েছিল স্কুল।এখন ২৪ জন মহিলাকে শিক্ষার আলোতে আলোকিত করার প্রক্রিয়া শুরু হয়েছে শিলিগুড়ি এন্ড স্মাইল সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। সংস্থার তরফে নবকুমার বসাক জানিয়েছেন, এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চাই সকলের সহযোগিতা । দরকার বই , খাতা , বোর্ড , পেন ও , পেন্সিল। চাইলে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন যোগাযোগ করুন +91 79088 46581 এই নম্বরে।