
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এম্বুলেন্স ছাড়া কোনো ব্যক্তিগত এম্বুলেন্স রাখা যাবে না। বিষয়টি দেখভালের জন্য এখন থেকে হাসপাতাল চত্বরে সিভিক ভলান্টিয়ারও নিয়োগ করা হবে। হাসপাতাল চত্বরে কোনো দালাল চক্রও চলবে না।বুধবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির বৈঠকে এমন সব আলোচনাই হয়েছে।

সেই বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক, শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপাল ডাঃ চন্দন ঘোষ, হাসপাতালের অন্যান্য আধিকারিক এবং নার্সিং প্রধানরা উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বসেন চেয়ারম্যান গৌতম দেব।একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সময় হাসপাতাল চত্বর ব্যাক্তিগত এম্বুলেন্স রাখা ও দালাল চক্রের বিরুদ্ধে সরব হন চেয়ারম্যান গৌতম দেব।রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে সাংবাদিকদের গৌতমবাবু জানান, এবার সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় বারের জন্য “কায়া” পুরষ্কার পেয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতাল।এই পুরষ্কারের অর্থমূল্য ৫০ লক্ষ টাকা,সেই টাকা হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহার করা হবে। শিলিগুড়ি জেলা হাসপাতালে নার্সিং ট্রেনিং সেন্টার নির্মাণ করার পাশাপাশি হাসপাতাল চত্বরে ব্যক্তিগত এম্বুলেন্স যাতে থাকতে না পারে তারজন্য প্রায় ৩০ জন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত করা হবে।এ বিষয় জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়ে গিয়েছে বলে গৌতমবাবু জানান।তিনি আরও জানান,টেলি মেডিসিন প্রক্রিয়ার মধ্যে হৃদ রোগে আক্রান্ত রোগীদের থেরাপির মধ্যদিয়ে হাসপাতালে চিকিৎসা চালু হতে চলেছে অতি শীঘ্রই।এদিনের এই আলোচনা শেষে শিলিগুড়ি জেলা হাসপাতালের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সন্মানিত করা হয় ।