সপ্তাহে একদিন বস্তির শিশুদের পড়াবে শিলিগুড়ি গার্লসের ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদন ঃ স্কুল ছাত্রীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা পালনের প্রয়াস শুরু হচ্ছে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত গার্লস হাইস্কুলে। প্রত্যেক রবিবার বস্তির হতদরিদ্র ছাত্রছাত্রীরা আসবে শিলিগুড়ি গার্লস হাইস্কুলে। আর সেই সব বস্তির শিশুদের পড়াবে গার্লসের ছাত্রীরা।এই কর্মসূচির মাধ্যমে গার্লস হাইস্কুলের ছাত্রীদের মনে ছোট থেকেই দুঃস্থদের সেবা করার একটি মানসিকতা তৈরি হবে বলে মনে করেন প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি। এর বাইরে পড়াশোনার পাশাপাশি নিজের মনকে চাঙ্গা রাখতে ছাত্রীরা যাতে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক, খেলাধুলা প্রভৃতি বিভিন্ন সৃজনমূলক কাজে অংশ নিতে পারে তারজন্য প্রত্যেক শনিবার দুপুর পৌনে দুটা থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে শিলিগুড়ি গার্লসে।