করোনায় অনেকেই কাজ খুইয়েছেন, বেড়েছে যৌন পেশায় যোগদানের ঘটনা

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার সময় অনেক পুরুষ মানুষ তাদের কাজ খুইয়েছেন। ফলে অর্থ সঙ্কটে থাকা সেই সব পরিবারের অনেক মহিলা যৌন পেশায় নাম লিখিয়েছেন।এর জেরে এইচ আই ভি এইডস নিয়ে উদ্বেগ বাড়ছে। গত পয়লা ডিসেম্বর সর্বত্র বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।সেই দিবসের অঙ্গ হিসাবে শনিবার ৩রা ডিসেম্বর শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি হাটে বিনামূল্যে এইচ আই ভি সহ অন্য পরীক্ষার শিবির বসে। তারসঙ্গে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশন এই শিবিরের আয়োজন করে। সহযোগিতা করে স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি। বহু বছর ধরে মহিলা যৌন কর্মীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার ওপর কাজ করতে থাকা স্বেচ্ছাসেবী সুচন্দ্রা মাইতি জানিয়েছেন, করোনা লকডাউনের পর অনেকের কাজ চলে যাওয়ায় যৌন পেশায় যোগদানের ঘটনা বেড়েছে। সেজন্য এইডস নিয়েও তাদের উদ্বেগ বেড়েছে।