প্রাক বড় দিনের অনুষ্ঠান, ডিস্কো ড্যান্সার খ্যাত বিজয় বেনেডিক্ট গয়েরকাটায়

নিজস্ব প্রতিবেদনঃ শনিবার রাতে ডুয়ার্সের গয়েরকাটায় প্রাক বড়দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মুম্বাইয়ের ডিস্কো ড্যান্সারখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পী ডঃ রেভারেন্ড বিজয় বেনেডিক্ট উপস্থিত হন। যদিও এখন গসপেল গায়ক হিসাবে পরিচিত এই শিল্পী। শিলিগুড়ির সমাজসেবী কৌস্তভ দত্ত এবং রোজলি দত্ত এদিন গয়েরকাটায় কথা বলেন এই শিল্পীর সঙ্গে।