
নিজস্ব প্রতিবেদন ঃ এবার বাংলাদেশেও সাফল্য এলো সীমার।গত ২ ও ৩ ডিসেম্বর বাংলাদেশের ঢাকা বঙ্গ বন্ধু স্টেডিয়ামে তিনটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর তাতে অংশ নিয়ে শিলিগুড়ি শান্তিনগর নিবাসী সীমা চক্রবর্তী তিনটি বিভাগে সাফল্য অর্জন করেছেন।সোনা,রুপা ও ব্রোঞ্জ জিতে মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌছেছেন সীমা।এদিন সকালে এনজেপি স্টেশনে সীমাকে সংবর্ধনা জানান স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।ওই সংগঠনের তরফে সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, তাঁরা আগামীতে সীমার আরও সাফল্য কামনা করছেন। বাংলাদেশ যাওয়ার জন্য সীমা অর্থ সঙ্কট নিয়ে চিন্তায় পড়লে খবরের ঘন্টায় খবর হয়।এরপর বিভিন্ন সংস্থা এবং মানুষ সীমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরমধ্যে সীমার কোচ কার্তিক পাল থেকে শুরু করে জাতীয় এথলেটিক কোচ দেবকুমার দে, বিখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, সমাজসেবী দীপজ্যোতি চক্রবর্তী, তরাই ফুটবল কোচিং সেন্টার, শ্রীবাস দাস,কাউন্সিলর সাথি দাস, ভাস্কর বিশ্বাসসহ আরও অনেকে সীমার পাশে দাঁড়ান। সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালাও উত্তরবঙ্গ পৌষ মেলা ট্রাস্টের তরফে সীমাকে সহায়তা করেন। সকলের সহযোগিতায় বাংলাদেশ থেকে আবারও সাফল্য পেয়ে এসেছে সীমা।ওর এই সাফল্যে শিলিগুড়ির বাসিন্দারা বেশ খুশি
