
নিজস্ব প্রতিবেদন ঃ বিপ্লবী বিনয়-বাদল-দীনেশ এই তিনটি নাম সকলেরই জানা।এরমধ্যে বীর বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তের ১১১ তম জন্ম জয়ন্তী ছিলো মঙ্গলবার, ৬ ডিসেম্বর ।এই বিশেষ দিনটিকে স্মরনীয় করে রাখার প্রয়াস হলো মঙ্গলবার। সকল স্বাধীনতা সংগ্রামীদের নাম আজকের যুব সমাজের কাছে ছড়িয়ে দিতে বিভিন্ন উদ্দ্যোগ করেছে রাজ্য সরকার। এরই অঙ্গ হিসাবে বিভিন্ন মুনি ঋষির মূর্তি স্থাপন ও সকল স্বাধীনতা সংগ্রামীর জন্ম ও প্রয়ান দিবস তাঁরা পালন করছেন বলে মঙ্গলবার জানিয়েছেন শিলিগুড়ি পুর সভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার।এদিন শিলিগুড়ি পুরসভার এই বিশেষ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্যা শোভা সুব্বা সচিব শুভঙ্কর রায় ও অন্যান্য পুর আধিকারিকেরা ।
