আধুনিক ও বাতানুকূল ইন্ডোর স্টেডিয়াম তৈরির আর্জিতে জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায়

নিজস্ব প্রতিবেদন ঃ করোনার সময় শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম তৈরি করেছিলো স্বাস্থ্য দপ্তর ।এখন জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। তাই প্রায় দুবছর বন্ধ থাকারম পর আবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তোলা হবে।ইতিমধ্যেই ইন্ডোর স্টেডিয়ামকে শিলিগুড়ি পুরসভা খেলাধুলার মানে গড়ে তোলার কাজ শুরু করে দিয়েছে।করোনা কালের সময় ওই স্টেডিয়াম ব্যবহার হওয়ায় তার ভেতর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক ওষুধ, বিছানাপত্র ও চিকিৎসার যাবতীয় জিনিসপত্র।এরই মাঝে ইন্ডোর স্টেডিয়ামকে আবারও খেলাধুলার উপযুক্ত করে তোলার চেষ্টা হচ্ছে। ফলে ক্রীড়াপ্রেমী মহলে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে ।জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায় এবিষয়ে বলেছেন, খুব ভালো খবর যে আবারও ইন্ডোর স্টেডিয়াম খোলা হচ্ছে।তবে আধুনিক মানের স্টেডিয়াম তৈরী হলে ভালো হয়।আধুনিক স্টেডিয়ামের অভাবে নুতন খেলোয়াড় তৈরি হচ্ছে না শিলিগুড়ি থেকে থেকে।