সেবা দিবসে বস্ত্র দান শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার সেবা দিবস শিলিগুড়িতে পালন করে মা সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘ। এই বিশেষ দিনকে সামনে রেখে সংস্থার মহিলা সদস্যারা প্রচুর বস্ত্র তুলে দেন পদ্মশ্রী করিমূল হকের হাতে।পুরনো বস্ত্র ছাড়াও নতুন কার্ডিগান, গরম ট্র্যাক স্যুট, মোজা প্রভৃতি ছিলো ওইসব সামগ্রীর মধ্যে। সংস্থার তরফে কবিতা বনিক জানিয়েছেন, এদিন তাদের বহু সদস্যা পদ্মশ্রীর হাতে বস্ত্র তুলে দেন। এর পাশাপাশি এদিন তাঁরা স্বেচ্ছাসেবী সংস্থা শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির হাতেও কিছু বস্ত্র তুলে দিয়েছেন। এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির তরফে প্রখ্যাত মহিলা এথলেট সেই বস্ত্রগুলো গ্রহণ করেন।