
নিজস্ব প্রতিবেদন ঃ স্বাস্থ্য ক্ষেত্রে শিলিগুড়িতে বিরাট পরিবর্তন নিয়ে আসার প্রক্রিয়া শুরু হলো। গোটা দেশে শিলিগুড়ি যাতে একটি ব্যতিক্রমী হেলথ সিটি হিসাবে গড়ে উঠতে পারে তার তোড়জোড় শুরু হলো পলিসি টাইমস চেম্বার অফ কমার্সের উদ্যোগে। দক্ষিন দিনাজপুর জেলার তরুন বর্তমানে দিল্লি নিবাসী আক্রাম হক উত্তরবঙ্গের প্রতি মাটির টান অনুভব করে এই প্রয়াস নিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে বৃহস্পতিবার দিল্লি,কলকাতা, চেন্নাই থেকে বহু নামী চিকিৎসক এবং স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শিলিগুড়ি এসেছেন। সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে ইন্ডিয়া হেল্থ কেয়ার সামিট ২০২২। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাঃ মলয় চক্রবর্তী থেকে শুরু করে বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ শুদ্ধসত্ব সেন,বিখ্যাত শল্য চিকিৎসক ডাঃ জে এস রাজকুমার, কার্ডিওভার্সুকাল সার্জন ডাঃ ভবতোষ বিশ্বাস,ডাঃ অয়ন চক্রবর্তী সহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। বহু বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এরমধ্যে অন্যতম বিষয় হলো শিলিগুড়িকে গোটা দেশে একটি ব্যতিক্রমী হেল্থ সিটি হিসাবে গড়ে তোলা। এরমধ্যে প্রথম পদক্ষেপ হিসাবে শিলিগুড়িতে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরি করা যাতে শিলিগুড়ি বা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা ডাক্তার হওয়ার জন্য বাংলাদেশ, ইউক্রেনে না যায়।আর উত্তরবঙ্গের ছেলেমেয়েরা উত্তরবঙ্গে থেকেই ডাক্তারি পড়লে প্রচুর টাকা বাইরে চলে যাবে না।এরজন্য প্রথম পর্বে একশ থেকে চারশ কোটি টাকা বিনিয়োগের আলোচনা হয়েছে বলে আক্রাম হক জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, আগামী দশ পনের বছর ধরে তাঁর এই প্রয়াস অব্যাহত থাকবে যাতে স্বাস্থ্য পরিষেবার নামীদামী সব ভারত বিখ্যাত কোম্পানি শিলিগুড়িমুখী হয়। আর শিলিগুড়ি হেলথ কেয়ার সিটি তৈরি হলে বহু কর্মসংস্থানও হবে। ডাঃ অয়ন চক্রবর্তীও বলেন,শিলিগুড়ির যা অবস্থান তাতে এই শহরকে সহজেই গোটা দেশে এক ব্যতিক্রমী হেল্থ সিটি হিসাবে গড়ে তোলা যায়।
