যাত্রা শুরু তরাই নার্সিং ইনস্টিটিউটের

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকায় তরাই বি এড কলেজ পরিচালিত তরাই নার্সিং ইনস্টিটিউটের জি এন এম নার্সিং কোর্স শুরু হলো রবিবার ১৮ ডিসেম্বর থেকে। এদিনের ওই অনুষ্ঠানে ডাঃ পরাগ আগরওয়ালা, ডাঃ বি মন্ডল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের বিষয়ে সেখানকার প্রধান কর্নধার তথা বিশিষ্ট শিক্ষক পুস্পজিৎ সরকার জানিয়েছেন, বেকার সমস্যার যুগে বিশেষ করে কর্মসংস্থানের যখন এক সমস্যা চলছে সেখানে এই নার্সিং ইনস্টিটিউট অন্যমাত্রা যোগ করবে। শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবা ঘিরে যখন বিরাট কাজের সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানেও নতুন মাত্রা যোগ করবে এই তরাই নার্সিং ইনস্টিটিউট।