“প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য, আরও রোগ আসছে সামনে”

নিজস্ব প্রতিবেদন ঃ প্রকৃতি তার ভারসাম্য হারিয়েছে। বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। গলছে বরফ।ফলে বহু ভাইরাস আবার জেগে উঠছে। আর একের পর এক ভাইরাসের সঙ্গে সামনে মানুষকে লড়াই চালাতে হবে। নতুন বছর ২০২৩ শুরুর আগে খবরের ঘন্টার কাছে এমন সব বার্তাই দিলেন চিকিৎসক ডাঃ রবি কুমার।তিনি নকশালবাড়ির হোলি ক্রস ক্রিশ্চিয়ান হসপিটালের সঙ্গে যুক্ত।
হায়দরাবাদ বাড়ি ডাঃ রবি কুমারের।কেরালায় থাকার সময় তিনি উত্তরবঙ্গের বহু রোগী পেতেন।সেই সব রোগী পেতে পেতেই তিনি উত্তরবঙ্গে আসার জন্য মনস্থির করেন।কারন উত্তরবঙ্গ থেকে চিকিৎসার জন্য ওই এলাকায় যাওয়া রোগীরা তাঁর কাছে দুঃখ করতেন এই বলে যে তাঁরা গরিব, উত্তরবঙ্গ থেকে টাকা খরচ করে আসা তাদের পক্ষে কষ্টকর।এরপর ডাক্তার কুমার উত্তরবঙ্গে আসেন। শিবমন্দির কদমতলায় তাঁর বাড়ি। গরিব রোগীদের বিনা পয়সায় এমনকি কেও ভিজিট দিতে না পারলে মাত্র ৫০ টাকাতেও রোগী দেখেন ডাক্তার কুমার। বড় দিন এবং নতুন বছর নিয়েও তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।