মানসিক রোগ সম্পর্কে সচেতনতা শিবির

নিজস্ব প্রতিবেদন ঃ মানসিক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দুদিনব্যাপী এক শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের হলঘরে এই শিবির শুরু হয়। শিলিগুড়ি পুরসভার ৪৭ টি ওয়ার্ড, মাটিগাড়া ও ফাঁসিদেওয়া এলাকার কিছু যুবকযুবতীকে নিয়ে ওই শিবির হয়। সেখানে মানসিক রোগ সম্পর্কে সচেতন করা হয় সকলকে। রোগ নিরাময়ের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানান পশ্চিমবঙ্গ ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর প্রকল্প অধিকর্তা তরুণ কুমার মাইতি। তিনি বলেন, ইতিমধ্যেই তাদের সংগঠনের পক্ষ থেকে ৯৮০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।