
নিজস্ব প্রতিবেদন ঃ বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিলিগুড়ি শান্তিনগর নিবাসী নিমাই মন্ডল। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। রাঙাপানি ক্যান্সার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মনীশ গোস্বামী মানবিক দৃষ্টিকোন থেকে নিমাই মন্ডলের চিকিৎসার জন্য অনেক সহযোগিতা করেছেন। ডাক্তার গোস্বামী কোনো ভিজিট নেননি নিমাই মন্ডলের কাছ থেকে। তাছাড়া স্বাস্থ্য সাথি কার্ডের মাধ্যমে রেডিয়েশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন স্বাস্থ্য সাথি কার্ডের মাধ্যমেই কেমোথেরাপি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই ক্যান্সার যন্ত্রণার মধ্যেও যন্ত্রণা হলো তাঁর পরিবারে তীব্র আর্থিক সঙ্কট। পরিবারে রয়েছে স্ত্রী, পুত্র , কন্যা। এখন তাদের চাই সাহায্য। মাঝেমধ্যেই অভুক্ত অবস্থায় দিন কাটছে নিমাই মন্ডলের পরিবারের সদস্যদের। তাঁর স্ত্রী সকলের সাহায্য চান। পেশায় রং মিস্ত্রী ছিলেন নিমাই মন্ডল আর তাঁর স্ত্রী লোকের বাড়ি কাজ করেন।কিন্তু সেসব এখন বন্ধ। টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ কিছু চাল ডাল দিয়ে সহযোগিতা করেছেন এই পরিবারকে।এখন অন্য সকলের সাহায্য চাই। সাহায্যের জন্য যোগাযোগ নম্বর 70477 42304,Bank Details — Gouri Mondal,Bank of Baroda, Hill Cart Road, Vivekananda Super Market, Siliguri
A/ C no 07808100010218
