
নিজস্ব প্রতিবেদন ঃ একেই কি বলে অবাক জলপান! এ কাজ দেখেইতো বলা যায় ডাক্তারেরা ভগবানের মতোই। হ্যা,অবাক করার মতোই খবর। এক রোগীর গলায় শ্বাসনালীর মধ্যে টানা পনের দিন ধরে আটকে ছিলো একটি জোঁক। শেষমেষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের প্রচেষ্টায় টানা পয়তাল্লিশ মিনিট ধরে অপারেশনের পর সেই রোগীর গলার মধ্যে থেকে বের হয় জোঁক। রোগী এখন সুস্থ আছেন, আর অবাক কান্ড জোঁকটিও বেঁচে রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো জানিয়েছেন, কোনো জল খাওয়ার আগে একটু সাবধান, দেখে খেতে হবে।এই রোগীর নাম সাজিন রাই,বয়স ৪৯।বাড়ি মিরিকে।কৃষি কাজ করেন সাজিন। চাষবাসের ফাঁকে একটু ক্লান্ত হয়ে পড়লে মিরিকের এক ঝর্নার সামনে এসে দাঁড়ান সাজিন।ঝর্নার মধ্যে পাইপ দিয়ে জল পড়ছিলো।তৃষ্ণার্ত সাজিন সেই পাইপের মধ্যে মুখ ঢুকিয়ে জলপান করতে থাকেন।আর সেই জলপানের ফাঁকে কখন যে গলার মধ্যে জোঁক ঢুকে যায় তা বুঝতে পারেননি সাজিন। টানা পনের দিন তিনি গলার মধ্যে অস্বস্তি অনুভব করেন।তাঁর স্ত্রী তাঁকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিলে তিনি গুরুত্ব দেননি।ওদিকে জোঁকটি গলার মধ্যে আটকে সাজিনের রক্ত পান করে বেঁচেছিল। বুধবার রাতে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ই এন টি বিভাগের তৎপরতায় নতুন জীবন পোলেন সাজিন।এভাবে গলার মধ্যে জোঁক নিয়ে থাকলে সাজিনের মৃত্যু দ্রুত এগিয়ে আসছিলো।এখন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের সকলে ধন্যবাদ জানাচ্ছেন।
