
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার বাগডোগরা সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুলথেকে শিশুদের জন্য প্রচুর জামা কাপড় তুলে দেওয়া হয়েছিল এন্ড স্মাইল পরিবারের হাতে । সেইসব জামা কাপড় রবিবার এন্ড স্মাইল পরিবারের তরফে তুলে দেওয়া হয় জোড়পাকরি সাহুডাঙির দুশোজন শিশুর হাতে । এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী নবকুমার বসাক জানিয়েছেন, বিভিন্ন সময়ে তারা এভাবে বস্ত্র তুলে দিচ্ছেন অসহায় মানুষদের হাতে। এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির অফিস শিলিগুড়ি সংহতি মোড়ের রাজা রামমোহন রায় রোডে দেব গীতা এপার্টমেন্ট। যোগাযোগের নম্বর ৭৯০৮৮৪৬৫৮১
7908846581
