জাতীয় তীরন্দাজীতে উত্তরবঙ্গের গ্রামের ছেলেমেয়েদের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর প্রদেশের সোনভদ্রতে অনুষ্ঠিত জাতীয় তীরন্দাজী প্রতিযোগিতায় জয়জয়কার উত্তরবঙ্গের ছেলেমেয়েদের। জুনিয়র বয়েজ ও জুনিয়র গার্লসে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা। সাব জুনিয়র বয়েজ এবং সাব জুনিয়র গার্লসে গোটা দেশের মধ্যে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের স্থান দ্বিতীয় ও তৃতীয়। উত্তরবঙ্গের বিশাল তামাং জুনিয়র বয়েজ ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্থান দখল করে। সোনম শেরিং লেপচা দখল করে তৃতীয় স্থান। পদক জিতেছেন উত্তরবঙ্গের মেয়ে শিখা রাইও।তীরন্দাজীতে উত্তরবঙ্গের ছেলেমেয়েদের প্রতিভা দেখে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমীরা বিস্মিত।ওই প্রতিযোগিতায় তীরন্দাজী ছাড়াও খোখোতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি তরাই স্পোর্টস একাডেমির ছজন ছেলেমেয়ে অংশ নেয়।খোখোতে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা গোয়ার কাছে এক পয়েন্টে পরাজিত হয় প্রিকোয়ার্টার ফাইনালে। গোটা দেশের ২৮ টি রাজ্যের প্রতিযোগিরা এতে অংশ নেয়।প্রতিবছরই এই সর্বভারতীয় জনজাতি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উত্তর প্রদেশের সোন ভদ্রতে গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বনবাসী কল্যান আশ্রম, উত্তরবঙ্গের ছেলেমেয়েরা তাতে ব্যাপক সাফল্য পায়। খড়িবাড়ির ক্রীড়া প্রশিক্ষক লোকনাথ বিশ্বাস জানিয়েছেন, তরাই স্পোর্টস একাডেমির সহযোগিতায় তাঁরা গ্রামের প্রতিভা তুলে ধরার কাজে নেমেছেন। তীরন্দাজী,খোখো সহ আরও বিভিন্ন খেলায় আরও বহু প্রতিভা মেলে ধরা সম্ভব। তবে এরজন্য সকলের সাহায্য দরকার। কেননা এইসব প্রতিভার অনেকের বাড়িতে নিয়মিত উনুনে হাড়ি চড়ানোই কষ্টকর।তারপরও এরা খেলছে।এদের চাই পুষ্টিকর খাবার। সহযোগিতার জন্যে যোগাযোগ নম্বর ৯৫৯৩৫২৬৬৮২