
নিজস্ব প্রতিবেদন ঃ *শীত পড়লেই প্রচুর পরিযায়ী পাখি আসে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ী মহানন্দা ব্যারাজে।এবার এইসব পাখিকে চোরা শিকারের হাত থেকে রক্ষা করার জন্য বিশেষ পাহাড় দেওয়ার ব্যবস্থা করলো বনবিভাগ।*ঘোষপুকুর বনবিভাগ ওই পাহারার ব্যবস্থা করছে।মহানন্দা ব্যারাজ এলাকায় এখন থেকে বিশেষ বন্দুকধারী বনকর্মীরা থাকবেন।মঙ্গলবার রাত থেকে এই বিশেষ পাহারার ব্যবস্থা হয়েছে। বনবিভাগের উচ্চপদাধিকারীরা মঙ্গলবার ফুলবাড়ী ব্যারাজ পরিদর্শন করেন। চোরাশিকারীরা পাখি ধরার জন্য প্লাস্টিকের পাতলা সুতো দিয়ে ফাদ পেতে রাখে, সেই ফাঁদ থেকে পাখিদের রক্ষা করাই এখন মূল লক্ষ্য।ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া বলেন,আগে শীত পরতেই প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা হতো এই ফুলবাড়ী ব্যারাজে।কয়েক বছর ধরে চোরা শিকারের ফলে এই সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে ।তাই এই শিকারিদের হাত থেকে পরিযায়ী পাখিদের বাঁচাতে এই উদ্যোগ। যতদিন পাখি ব্যারাজে থাকবে ততদিন চলবে বিশেষ পাহারা
