মিলাপ ২০২৩ অনুষ্ঠিত শিলিগুড়ি ডাবগ্রামে

নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার শিলিগুড়ি ডাবগ্রামের পার্কে মিলাপ ২০২৩ অনুষ্ঠান হয় । অনুষ্ঠানটি স্বর্গীয় বেতার ও দূরদর্শন শিল্পী উত্তরবঙ্গের লোকসংগীত সম্রাট আজিমুদ্দান মিঞাকে উৎসর্গ করে সম্পন্ন হয়। অনুষ্ঠানে “পৌষালী বৈঠক “” সঞ্চালনাতে ছিলেন বাঁচিক শিল্পী দেবাশীষ ভট্টাচার্য। আজিমুদ্দিন মিঞা স্মারক সম্মান দেওয়া হয় অনুষ্ঠানে । পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলো মেঠো সুর সঙ্গীতালয়। এই মেঠো সুরের সভাপতি আজিমুদ্দিন মিঞার ছেলে সাত্তারুদ্দিন আহমেদ,তিনিই এর মুখ্য উপদেষ্টা। এছাড়া পাপিয়া সরকার, আশা দাস, শ্রাবনী মন্ডল, ডলি পাল, মানব দে, বিপ্লব দত্ত, মৌসুমী দাস, সাবিনা ইয়াসমিন সহ আরও অনেকের সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।সেখানে সম্মান দেওয়া হয় – জ্যোৎস্না আগরওয়াল, বিদ্যা আগরওয়াল, জয়ন্ত কর, অনিন্দিতা চ্যাটার্জী, মুক্তি চন্দ,অর্চনা মিত্র, সাংবাদিক তপন দাস, সংগীতা চাকি, সুবীর অধিকারী, মধুমিতা পোদ্দার, তপন ভট্টাচার্য, সুকুমার ঘোষাল, মিন্টু রায়কে