
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের ব্যতিক্রমী সমাজসেবীদের মধ্যে একজন হলেন ডুয়ার্সের সাজু তালুকদার। বীরপাড়ায় রয়েছে সাজুবাবুর হেভেন শেল্টার হোম। রাস্তা থেকে থেকে অসহায় গরিব দুঃখীদের সযত্নে নিজের হোমে নিয়ে আসেন সাজুবাবু।তারপর সেই সব অসহায়দের পরম মমতায় নিজের কাছে রেখে দেন সাজুবাবু।আজকের মানবিক সমাজসেবী সাজু তালুকদারের হোমে নতুন কম্বল বিতরন করলো আমরা বেকার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালির আমরা বেকার সংগঠন শনিবার ওই মানবিক কর্মসূচি নেয়।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বেকার এর পক্ষ থেকে সজল দত্ত , বিবর্তন সাহা রায়, আশিস সিং, পিঙ্কু নাথ, স্বপন দাস ,অপর্ণা জানা , পিংকি সিংহ , কাকলি দাস, সঞ্জীব পাল বিশ্বজিৎ সরকার এবং সমীর।
