
নিজস্ব প্রতিবেদন ঃ ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ সংলগ্ন তিস্তা ব্যারেজ অফিস চত্বর থেকে একসঙ্গে দু দুটি অজগর উদ্ধার করলেন বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডাবগ্রাম বনদপ্তর এর কর্মীরা।
পরিত্যক্ত পাইপের ভিতরে তিস্তা ব্যারেজের কর্মীদের নজরে আসে বিষয়টি। এরপরে খবর দেওয়া হয় বনদপ্তরকে।
বনদপ্তরের কর্মীরা এসে একই জায়গা থেকে পরপর দুটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেন ।
বনকর্মী আরিত দে জানান এই প্রথম শিলিগুড়িতে একসঙ্গে দুটি অজগর উদ্ধার হলো।
