
নিজস্ব প্রতিবেদন ঃ একসময় তিনি পূর্ত দপ্তরের ইঞ্জিনীয়ার ছিলেন।মাস গেলে বেতন পাবেন শুধু এই ভাবনা থেকে তিনি চাকরি করেননি,দেশের প্রতি ভালোবাসা থেকেই তিনি চাকরি করেছেন।কোথাও একটি রাস্তা বা সেতু তৈরির কাজ করার আগে তিনি ভাবতপন,এই রাস্তাটি তৈরি হলে বহু মানুষের উপকার হবে। সবচেয়ে বড় কথা দেশ ও সমাজ এতে উপকৃত হবেন।দীর্ঘ দিন পূর্ত দপ্তরে তিনি দেশ প্রেমের ভাবনা থেকেই কাজ করেছেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনীয়ার কমল কুমার দেব।অবসর জীবনেও তিনি দেশ প্রেমের ভাবনা ছাড়তে পারেননি। পেনশনের টাকায় এখন তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে চলেছেন।শিলিগুড়ি কলেজ পাড়ার ফ্ল্যাটে কমলবাবু সবুজায়নেও হাত দিয়েছেন।
