নানা ভাষা নানা মত নানা পরিধানকে সামনে রেখে বিশেষ একাত্মতা যাত্রা

নিজস্ব প্রতিবেদন ঃ ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারী “রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা” উপলক্ষে শিলিগুড়িতে ” আন্তঃ রাজ্য ছাত্র জীবন দর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের গোটা ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, খাদ্যাভাস,জীবনযাত্রা প্রত্যক্ষ করানোর জন্য ১৯৬৬ সাল থেকে শুরু হয়েছে রাষ্ট্রীয় একাত্মতা যাত্রা। “নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান” কবির এই চিন্তন থেকে স্টুডেন্টস এক্সপেরিয়েন্স অফ ইন্টার স্টেট লিভিং শুরু হয়। উত্তর পূর্ব ভারতের ৭ টি রাজ্য অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় থেকে প্রায় ৪৮০ জন ছাত্রছাত্রী দেশের বিভিন্ন রাজ্য পরিভ্রমণের উদ্দেশ্যে গত ১লা ফেব্রুয়ারী অসমের রাজধানী তথা উত্তর পূর্ব বাণিজ্যিক শহর গুয়াহাটি থেকে রওনা দেয়। দেশের বিভিন্ন রাজ্য পরিক্রমা করে উত্তর পূর্ব ভারতের ৩০ সদস্যের এক প্রতিনিধি দল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয়। সেখানে বাঙালি সংস্কৃতি অনুযায়ী তাদের উষ্ণ অভ্যর্থনার সাথে স্বাগত জানানো হচ্ছে। রাষ্ট্রীয় একাত্মতা যাত্রার উদ্দেশ্য হল – উত্তর পূর্বের ছাত্রছাত্রীদের সাথে সমগ্র ভারতের আত্মিক বন্ধন তৈরি করা।