
নিজস্ব প্রতিবেদন: করিমূল হক, মঙ্গলাকান্ত রায় এবং ধনীরাম টোটো এই তিন পদ্মশ্রীকে নিয়ে ভিন্নধর্মী প্রাক দোল উৎসব আয়োজন করছে শিলিগুড়ির আনন্দধারা সঙ্গীত একাডেমি।আগামী ৪,৫ ও ৬ মার্চ তিন দিন ধরে ওই প্রাক দোল উৎসব হবে শিলিগুড়ি হাকিমপাড়া ছাড়াও গরুমারার রামশাই বুধুরাম বনবস্তি এবং নাগরাকাটার ঘাসমোড় প্রাথমিক বিদ্যালয়ে। আনন্দধারা সঙ্গীত একাডেমির কর্নধার তথা সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিভিন্ন জনজাতির মধ্যে মেলবন্ধন ও সম্প্রীতির বার্তা তাঁরা দিতে চাইছেন দোল উৎসবের মাধ্যমে। মেচ,রাভা,টোটো,রাজবংশী, আদিবাসী সহ অন্য সম্প্রদায়ের মানুষেরা এতে অংশ নেবেন।বহু গুনী মানুষকে সেই সময় তাঁরা সংবর্ধনাও জানাবেন বলে অনিন্দিতাদেবী জানিয়েছেন।
