
নিজস্ব প্রতিবেদনঃ শ্রীমদ ভাগবতে বলা আছে,কলি যুগের মানুষের আয়ু কম।কলি যুগের মানুষ হলো কলহপ্রিয়,তারা পরস্পর ঝগড়া বিবাদ নিয়ে থাকবে।কলি যুগের মানুষের ভাগ্যও মন্দ,আর তারা নানারকম রোগব্যাধিতে পীড়িত থাকবেন। সেই জন্য শান্তি, মৈত্রী, সম্প্রীতির বন্ধনই হলো কলি যুগের বড় বার্তা। সেই শান্তি সম্প্রীতির পরিবেশ বা বিশ্ব সৌভ্রাতৃত্ব হতে পারে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন থেকে। শ্রী চৈতন্য মহাপ্রভুই ভগবান শ্রীকৃষ্ণের অবতার।আসন্ন দোল উৎসবকে সামনে রেখে এসব বক্তব্যই মেলে ধরলেন শিলিগুড়ি ইসকন মন্দিরের সভাপতি স্বামী অখিলাত্মাপ্রিয় দাস। শিলিগুড়ি ইসকনে দোল পূর্নিমা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দোল পূর্নিমার দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবসও উদযাপিত হবে বলে ইসকন সভাপতি জানান।
