শিলিগুড়ি শহরে সাধারণ পথচারীদের পথ চলা দায়,দিনের পর দিন দখল হচ্ছে ফুটপাত

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রাজ্যের গুরুত্বপূর্ণ শহর।আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হলো শিলিগুড়ি। কিন্তু এই শহরের রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারছে না সাধারণ মানুষ। কিছু ব্যবসায়ী শহরের ফুটপাতগুলো নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে তারমধ্যে নিজেদের বিভিন্ন পন্য সাজিয়ে রাখছে, ফলে সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন না সাধারণ মানুষ।
শিলিগুড়ি শহরজুড়ে এরকম ফুটপাত, রাস্তা দখল হয়ে গিয়েছে । কোথাও ফুটপাত দখল করে ব্যবসা চলছে। । কোথাও আবার রাস্তা দখল করে রীতিমতো হোটেল শুরু হয়েছে ।এই অবস্থায় শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা নিয়ে স্বাভাবিক কারনেই চিন্তায় পড়েছে শিলিগুড়ি পুরসভা।শহরের ব্যস্ততম সেবক রোডে রাস্তা দখল করে দোকান ও হোটেল চলছে। পুরসভা একবার অভিযান চালিয়ে ফুটপাত, রাস্তা দখলমুক্ত করার পরদিন আবার দখল হয়ে যাচ্ছে সেই ফুটপাত।
সেবক রোডে হাইড্রেন দখল করে তার উপরেই দোকান, হোটেল বসেছে।বুধবার সেবক রোড পরিদর্শন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। সেখানে রাস্তা, ফুটপাত দখল করে থাকা দোকান, হোটেলগুলি সরানোর কথা বলেছেন তিনি।দেখা যায় রাস্তার উপরেই উনুন জ্বালিয়ে রান্না চলছে। আবার গ্যারেজগুলির সমস্ত জিনিস রাস্তার উপর রেখে দেওয়া হয়েছে। যা নিয়ে অসন্তোষপ্রকাশ করেন ডেপুটি মেয়র।
ডেপুটি মেয়র বলেন, সেবক রোডে একটি টয়লেট বানানো হচ্ছে। এছাড়াও শহরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হচ্ছে। না হলে অনেক কাজ করা যাচ্ছেনা।