অন্যরকম প্রাক দোল উৎসবের আয়োজনে আনন্দধারা সঙ্গীত একাডেমি

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ৭ ও ৮ মার্চ দোলযাত্রা ও হোলি উৎসব। তার আগে শনিবার থেকে প্রাক দোল উৎসব শুরু হলো আনন্দধারা সঙ্গীত একাডেমির। একাডেমির অধ্যক্ষা এবং সমাজসেবী ও সঙ্গীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের পরিচালনায় শনিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় সকাল থেকে এই অনুষ্ঠান জমে ওঠে। শিশুদের বর্নাঢ্য শোভাযাত্রা সঙ্গে বিভিন্ন শিল্পী, কবি এবং গুনীজনদের উপস্থিতিতে এই প্রাক দোল উৎসব অন্যমাত্রা পায়।পদ্মশ্রী করিমূল হক এদিন সকালে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত হন। এরপর বিভিন্ন শিল্পী গোষ্ঠী সেখানে উপস্থিত হতে থাকেন। শেষের দিকে ছিলো গুনীজন সংবর্ধনা। সিসিএন,খবরের ঘন্টা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সংবর্ধনা জানান অনিন্দিতাদেবী।খবরের ঘন্টার তরফে সংবাদ পাঠিকা সোমা দাস সেখানে সংবর্ধনা মানপত্র তুলে নেন। বিধাননগর ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট সমাজসেবী বাপন দাসের নেতৃত্বে সংস্কৃতি কর্মীরাও সেই অনুষ্ঠানে সামিল হন। বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী সাত্তারুদ্দিন আহমেদের মেঠো সুর সঙ্গীতালয়ের তরফে শিল্পী সাত্তারুদ্দিন সহ প্রানকুমার দাস সহ অন্যরা যৌথ ভাবে ভাওয়াইয়া গানে অংশ নেন। সে গানের সঙ্গে অন্য শিল্পীদের নৃত্য প্রাক বসন্তের অন্যরকম পরিবেশ তৈরি করে। শিলিগুড়ি ইউনিক সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরাও নৃত্যে অংশ নেয়।নৃত্য সঙ্গীতের সঙ্গে কবিতা পাঠ, একে তাকে আবীরের রাঙিয়ে দেওয়া অন্যমাত্রার পরিবেশ তৈরি করে যার পরিচালনায় ছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়। অনিন্দিতাদেবী জানিয়েছেন, আগামী তিন দিন ধরে চলবে তাদের বসন্ত উৎসব। শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠান হলেও রবিবার ও সোমবার ডুয়ার্সে বিভিন্ন জনজাতিকে নিয়ে অনুষ্ঠান হবে। সমগ্র অনুষ্ঠান যেন বার্তা দেয়, বিভেদ নয়,হিংসা নয়– আজ সবার সঙ্গে রঙ মেলাতে হবে।