
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর লাগোয়া খড়িবাড়ির বুড়াগঞ্জ এলাকায় রয়েছে শিলিগুড়ি তরাই বি এড কলেজ।এলাকার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, খেলাধুলা এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিলিগুড়ি তরাই বি এড কলেজ। তাদের পরিচালনায় শান্তিনিকেতনের ধাঁচে চলছে তরাই ইন্টারন্যাশনাল স্কুল। বেশ কয়েকজন অসহায় অনাথ শিশু সেই স্কুলে পড়াশোনা করছে। কিছু শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এই স্কুলের অসহায় অনাথ শিশুদের পড়াশোনার জন্য সহায়তা করছে। এই শিশুদের সহযোগিতার জন্য যোগাযোগ নম্বর 8759100876। তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় তরাই নার্সিং ইনস্টিটিউটও চলছে। এই শিক্ষা সংস্থার কর্মকর্তা তথা বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী পুস্পজিৎ সরকার জানিয়েছেন, আসন্ন দোল উৎসবকে সামনে রেখে তাঁরা কিছু কর্মসূচি গ্রহণ করেছেন।স্থানীয় আদিবাসী জনজাতির মানুষেরাও অংশ নেবেন তাতে। ঐতিহ্য মেনে হোলির বুড়ির ঘর পোড়ানোর অনুষ্ঠানও হবে সেখানে।