
নিজস্ব প্রতিবেদন ঃ যুব সমাজের মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিন ধরে এক সুন্দর কর্মসূচি পালন করলো আনন্দমার্গ প্রচারক সংঘের শিলিগুড়ি শাখা।ওই প্রচারক সংঘের ভলান্টারি সোস্যাল সার্ভিস গত ৩,৪ ও ৫ মার্চ এই কর্মসূচি গ্রহণ করে শিলিগুড়ি ভারতনগরে। সেখানে দমকল,পুলিশ কর্তারা ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ছাড়াও বিভিন্ন সমাজসেবী প্রশিক্ষণ দেন।বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা সেখানে শিক্ষার্থি হিসাবে যোগ দেয়। হঠাৎ কোনো বিপদ বা প্রাকৃতিক বিপর্যয় হলে ঘাবড়ে না গিয়ে কিভাবে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা পালন করা যায়, কিভাবে দুর্গত মানুষদের উদ্ধার কাজে নামা যায় তা নিয়ে আলোচনা হয়।আনন্দমার্গ প্রচারক সংঘের সমাজসেবী অভিজিৎ দাস জানিয়েছেন, সেই শিবিরে তিনটি কলেজ থেকে ৬০ জন যোগ দেয়। ময়নাগুড়ি কলেজ, সূর্যসেন কলেজ ও বিরসা মুন্ডা কলেজের ৬০জন শিক্ষার্থী যোগ দেয়। যোগা বা মেডিটেশন, শিশু ও নারী সুরক্ষা, সমাজ সুরক্ষা, রক্ত দান, অগ্নি নিয়ন্ত্রণ শিক্ষা নিয়ে সেখানে আলোচনা হয়। তরুন সমাজের মধ্যে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে এরকম আরও কর্মসূচি গ্রহণ করা হবে বলে অভিজিৎ দাস জানিয়েছেন।
