বিশ্ব বাংলা শিল্পী হাটে পাটকাঠি দিয়ে দুর্গা

নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি বিশ্ববাংলা শিল্পী হাটে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। মিঠুন মন্ডল এর পাটকাঠি দিয়ে তৈরি দুর্গা এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ । মিঠুন একইসঙ্গে জগন্নাথের মূর্তি, সরস্বতীর মূর্তি, মা কালীর মূর্তি তৈরি করে ফেলেছেন পাট কাঠি দিয়ে। দেশলাই কাঠি দিয়েও তৈরি করেছেন ছোট্ট দুর্গা । মেলায় ঘুরতে আসা লোকজন বারবার তার এই স্টল ঘুরে যাচ্ছেন। এত নিখুঁত কাজ না দেখলে বিশ্বাস করা যায় না। এই প্রথমবার হস্তশিল্প মেলায় এসেছেন মিঠুন। মিঠুনের কাজ দেখে প্রশংসা করছেন সকলে।মিঠুন বলেন, “আমি এই প্রথমবার এই মেলায় এসেছি। আমার কাজ লোকে দেখুক, লোকে একটু জানুক এই জন্যই আমার এই মেলায় আসা। এখনো পর্যন্ত খুব ভালো রেসপন্স রয়েছে। এই সমস্ত জিনিসগুলি মূল্য ১০০০ থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত রয়েছে।”