শিলিগুড়ির মহিলা দৌড়বিদ সীমা চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হলো

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি শান্তিনগর নিবাসী মহিলা দৌড়বিদ সীমা চক্রবর্তীকে সংবর্ধনা জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখা।নারী দিবসকে সামনে রেখে শনিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ওই সংগঠনের সভাপতি নির্মলেন্দু দাস, সম্পাদক সজল কুমার গুহ, অর্চনা মিত্র সহ অন্যরা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে শিলিগুড়ি লেকটাউনস্থিত উইনার্স ক্লাব প্রাঙ্গণে এদিন ওই অনুষ্ঠানটি হয়।সেখানে নারী দিবস নিয়ে সংগঠন সদস্যদের লেখা কবিতা নিয়ে একটি বিশেষ রঙ্গীন ক্রোড়পত্র প্রকাশিত হয় বিশিষ্টজনদের হাত দিয়ে। সীমা চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশ থেকে দৌড়ে পদক নিয়ে এসেছেন। তার আগে জাতীয় স্তরে বেশ কয়েকটি দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে আসেন সীমা।রাজগঞ্জ ব্লকের আমবাড়ির গ্রামে ছোট থেকে বড় হয়েছে সীমা।শৈশব থেকেই তাঁর নেশা দৌড়ের অনুশীলন চালানো।আর্থিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই চালিয়ে এগিয়ে চলেছে সীমা।