বিশেষ চাহিদাসম্পন্ন বধির মহিলাদের নিয়ে অনুষ্ঠান

  1. নিজস্ব প্রতিবেদন ঃ  রবিবার জলপাইগুড়ি জেলা বধির অ্যাসোসিয়েশন বিশ্ব নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে । আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সকল বিশেষ চাহিদাসম্পন্ন বধির মহিলারা সেখানে উপস্থিত হন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রী পৌষালী দাস সরকার, যোগাবিদ প্রিয়া ঘোষ,বিশেষ চাহিদাসম্পন্ন বধির ক্রীড়াবিদ রিয়া রায়, চেয়ারম্যান আমানুল্লাহ মণ্ডল, প্রাক্তন বধির অলিম্পিক খেলোয়াড় তথা সভাপতি শ্বাশ্বতী গুহ রায় ও সাধারণ সম্পাদিকা রিংকি কর সহ সকলে উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে খেলার সঙ্গে সঙ্গে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ পুরস্কার দেওয়া হয় পৌষালী দাস সরকার, রিয়া রায়, প্রিয়া ঘোষ, জুঁই সরকারকে।