
- নিজস্ব প্রতিবেদন ঃ চোখের দৃষ্টিশক্তি না থাকাটা জীবনে এক বড় চ্যালেঞ্জ।কিন্তু দৃষ্টিশক্তি না থাকলেও অনেক অনেক বড় কাজ করা যায়।বরঞ্চ দৃষ্টি শক্তি না থাকার মতো প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ করে জীবনে এমন কিছু করে দেখানো যায় যা স্বাভাবিক মানুষের কাছেও বড় প্রেরনার বিষয় হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে। যেমন দৃষ্টিহীনদের পড়াশোনার পদ্ধতি ব্রেইল পদ্ধতির আবিষ্কারক লুই ব্রেল, দৃষ্টি হীন লেখিকা হেলেন কিলার,দৃষ্টিহীন ইংরেজ কবি জন মিল্টন, দৃষ্টিহীন গ্রীক কবি হোমার ইত্যাদি। এঁরা সকলেই পৃথিবী বিখ্যাত এবং দৃষ্টিহীনতা উপেক্ষা করে ইতিহাস রচনা করে গিয়েছেন।সেসবতো অনেক দূরের বিষয়, আপাততঃ দাঁতে দাঁত চেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ভাবেই সফল হতে চায় শিলিগুড়ি মহকুমার বিধান নগরের সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলের দুই ছাত্রছাত্রী।তাঁরা বিধান নগর ভীমভার দৃষ্টি হীন আশ্রমে থেকে পড়াশোনা করছে।মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাঁরা বসেছে।শুরুর দিন থেকেই তাঁরা একটা আশা বা ইতিবাচক ভাবনার মন নিয়ে পরীক্ষা দিতে বসেছে। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিধান নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার থেকেই বিশেষ বাসের বন্দোবস্ত করেছে।