
- নিজস্ব প্রতিবেদন ঃ মানুষ মানুষের জন্য। চারদিকে আওয়াজ উঠুক মানবতার। মানবতার আওয়াজ না উঠলে ঘরে ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা বা স্বামী বিবেকানন্দের ছবি রেখে কি লাভ।অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সমাজের আর দশটি মানুষ পাশে না দাঁড়ালে কার্যত ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দকেই অপমান করা হয়। তাই ধারাবাহিকভাবে অসহায় দুর্দশাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গ হিসাবে বুধবার শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি এলাকায় একটি অসহায় দুর্দশাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালো শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম। সেই আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ এদিন ঘোঘোমালির সূত্রধর পরিবারের পাশে দাঁড়ান সাহায্য নিয়ে। সেই পরিবারের এক মেয়ে এম এ পাশ করে শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। কোনো চাকরি নেই। সে পরিবারের আর একজন ছেলেও শারীরিকভাবে প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে। সে পরিবারের প্রধান দুই বৃদ্ধ বৃদ্ধাও অসুস্থ। এক চরম দুঃখ দারিদ্র্য গ্রাস করেছে এই পরিবারকে।তীব্র আর্থিক সঙ্কটের সঙ্গে পরিবারের কাছে অভুক্ত থাকার সমস্যা প্রায় নিত্যদিনের।খবরটি পেয়েই স্বামী রাঘবানন্দ মহারাজ এদিন ওই পরিবারের কাছে দৌড়ে যান।তার সঙ্গে ছিলেন বিশিষ্ট তৃনমুল নেতা ও রামকৃষ্ণ অনুরাগী বেদব্রত দত্ত এবং ওয়ার্ড কাউন্সিলর অলোক ভক্ত। তাঁরাও ওই পরিবারের পাশে আছেন বলে জানান। ওই পরিবারের অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা যাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে করা যায় তারজন্য তিনি উদ্যোগী হবেন বলে ওয়ার্ড কাউন্সিলর অলোক ভক্ত জানিয়েছেন।