শিলিগুড়িতে আন্তর্জাতিক ফটোগ্রাফির প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়িতে ফটোগ্রাফির প্রদর্শনী এবং প্রতিযোগিতা। শিলিগুড়ি ফটোগ্রাফার অ্যাসোসিয়েসন এই প্রদর্শনীর আয়োজন করেছে। তবে এই প্রথম আন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশন কাম কম্পিটিশন শুরু হতে চলেছে শিলিগুড়িতে। আগামী ১৮ই মার্চ তা শুরু হবে ।বুধবার শিলিগুড়ির রামকিঙ্কর হলে শিলিগুড়ি ফটোগ্রাফার অ্যাসোসিয়েসন এর পক্ষ থেকেআন্তর্জাতিক ফটোগ্রাফি এক্সিবিশন কাম কম্পিটিশন নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। আগামী ১৮ই মার্চ থেকে ১৯শে মার্চ দুপুর ৩টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলবে এই এক্সিবিশন। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার।