
নিজস্ব প্রতিবেদন ঃ গত আট মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিবসকে সামনে রেখে প্রতিবছর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া কাওয়াখালি স্যুইট হোম স্বনির্ভর কেন্দ্র থেকে সমাজসেবী রোজলি দত্ত কিছু কর্মসূচি গ্রহণ করেন।এবারে ৮ মার্চ দোল উৎসব ছিলো।তাই দুদিন আগে কাওয়াখালি স্বনির্ভর কেন্দ্র থেকে সমাজসেবী রোজলি দত্ত সাতজন মহিলাকে নিয়ে সিকিমে যান।কিন্তু সেখানে গিয়ে তুষারঝড়ে আটকে পড়েন রোজলিদেবী এবং অন্য মহিলারা। ছাঙ্গু,নাথুলা ও তার আশপাশের বিরাট এলাকা জুড়ে কদিন ধরে ব্যাপক তুষারপাত শুরু হয়েছে। সেই তুষার ঝড়ে প্রচুর পর্যটক বিপদে পড়েন।ভারতীয় সেনাবাহিনী তাদের উদ্ধার কাজে হাত লাগান।শিলিগুড়ির রোজলি দত্ত এবং অন্য মহিলারা ভারতীয় সেনা বাহিনী এবং পরম ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
