পয়লা বৈশাখ নিয়ে সজল কুমার গুহ

  1. নিজস্ব প্রতিবেদন ঃ  বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিvতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বাংলার বিভিন্ন মনিষীর জন্মদিন অনুষ্ঠান আয়োজন করেন তিনি ধারাবাহিকভাবে।বাংলা ভাষাকে ধ্রুপদী সন্মানের মর্যাদা দেওয়া, বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার দাবিতেও নিয়মিত লড়াই চালিয়ে যাচ্ছেন সজলবাবু। এবারে বাংলার নিজস্ব সংস্কৃতির অঙ্গ পয়লা বৈশাখ নিয়ে সজলবাবু জানালেন, বাংলা সংস্কৃতির বহু কিছু হারিয়ে যাচ্ছে। কিন্তু সেসব যাতে হারিয়ে না যায় সেজন্যই তাদের লড়াই চলছে।